এই প্রকল্পের আওতায় সঠিকভাবে সৃজনশীল প্রশ্ন প্রণয়নের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা সম্বলিত ওয়েবসাইট shikhon.org তৈরী ও উন্মুক্ত করা হয়েছে। সাইটটি শিক্ষক সমাজে পরিচিতিকরণ ও ব্যবহারের মাধ্যমে শিক্ষকতা পেশায় উৎকর্ষতা অর্জনের জন্য প্রকল্পের পক্ষ থেকে সিলেট বিভাগের কিছু সংখ্যক আগ্রহী মাধ্যমিক বিদ্যালয়সমূহে কর্মশালা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আপনার প্রতিষ্ঠানে উক্ত কর্মশালা আয়োজনের মাধ্যমে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সাফল্য মন্ডিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আগামী ১৯ অথবা ২৬ আগস্ট, ২০১৭ তারিখে কর্মশালা অনুষ্ঠান আয়োজনের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।
নং |
নাম ও পদবি |
প্রতিষ্ঠান |
মোবাইল নং |
ইমেইল |
|
|
|
|
|
কর্মশালা: “শিখনদক্ষতা চর্চায় তথ্য প্রযুক্তি (shikhon.org)”
অনুষ্ঠান সূচী:
১০.০০-১০.৩০ |
রেজিষ্ট্রেশন |
:শিখন টিম ও আয়োজক |
১০.৩০- ১১.০০ |
shikhon.org পরিচিতি |
: মানস কান্তি বিশ্বাস (উদ্ভাবক) |
১১.০০-১১.১৫ |
আপ্যায়ন |
: আয়োজক |
১১.১৫-১২.১৫ |
QD রেজিস্ট্রেশন (অনলাইন) |
: অংশগ্রহনকারী ও শিখন টিম |
১২.১৫-০১.০০ |
প্রশ্নোত্তর |
: অডিয়েন্স-উদ্ভাবক |
১.০০-১.৩০ |
লাঞ্চ |
: আয়োজক |
১.৩০-২.৩০ |
ফিডব্যক, ফটোসেশন ও ভিডিওগ্রাফি |
: অংশগ্রহনকারী ও শিখন টিম |
কর্মশালায় অংশগ্রহণকারীদের অংশগ্রহন সনদ স্ব স্ব ই-মেইল এ মাধ্যমে প্রেরণ করা হবে।
উদ্দীপক সৃজন প্রতিযোগিতা-০১
উদ্দীপক সৃজন প্রতিযোগিতা-০১
সৃজনশীল প্রশ্নঃ উদ্দীপক সৃজন প্রতিযোগিতা
সৃজনশীল প্রশ্নকরণ উৎসবঃ প্রতিযোগিতার ফলাফল
সৃজনশীল প্রশ্নকরণ উৎসব
সৃজনশীল প্রশ্নকরণ উৎসব
বিদ্যালয় ভিত্তিক কর্মশালা ০১
অভিনন্দন
“শিখন দক্ষতা চর্চায় তথ্য প্রযুক্তি”
Workshop on Question Database with shikhon.org
সৃজনশীল প্রশ্ন ডাটাবেজ সমৃদ্ধকরণ
সৃজনশীল প্রশ্ন ডাটাবেজ সমৃদ্ধকরণ
Workshop on QDB Primary Moderation
Workshop on Content Analysis for Knowledge Identification