সৃজনশীল প্রশ্নপ্রণয়নে প্রযুক্তির ব্যবহারের উদ্দেশ্যে সার্ভিস ইনোভেশন ফান্ড, A2I প্রোগ্রাম এর সার্বিক সহযোগিতায়, “An Inclusive Approach of ICT Integration to create Database of Creative Questions based on Bloom’s Taxonomy” শীর্ষক প্রকল্পটি (Project Ref # 294) বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের উদ্ভাবক এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর যৌথ ব্যবস্থাপনা ও সমন্বয়ের মাধ্যমে এক বছর মেয়াদে প্রকল্পটির পাইলট পর্যায় সম্পন্ন করা হচ্ছে। ইতোমধ্যেই এই কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের কাজ সম্পাদিত হয়েছে।
আগামী ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে প্রকল্পের উদ্ভাবক মানস কান্তি বিশ্বাস এবং আমন্ত্রিত অংশগ্রহনকারীদের পারস্পরিক কথোপকথন ভিত্তিক আলোচনার মাধ্যমে এই উদ্যোগের এই পর্যন্ত সম্পাদিত কার্যক্রমের উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হবে। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সক্রিয় ভাবে অংশ নেবেন। উক্ত অনুষ্ঠানের মূলমন্ত্র নির্ধারিত হয়েছে “ভিড়ের অংশ নয়, অংশগ্রহণে চাই ভিড়” এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে এই কার্যক্রমের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে।
উক্ত অনুষ্ঠানে আপনার প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহনের জন্য বিশেষভাবে আমন্ত্রিত। আপনাদের সক্রিয় উপস্থিতির মাধ্যমে, আমাদের এই প্রচেষ্টাকে সাফল্য মন্ডিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
উদযাপন শিরোণাম: “শিখনদক্ষতা চর্চায় তথ্য প্রযুক্তি” (shikhon.org)
তারিখ: ৩০ এপ্রিল, ২০১৭, রবিবার, বিকাল ৪.৩০ টা হতে ৭.০০
স্থান: সেন্ট্রাল অডিটোরিয়াম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
অনুষ্ঠান সূচী:
৪.৩০-৫.১৫ |
ফটো সেশন, রেজিষ্ট্রেশন ও আসনগ্রহন |
|
|
৫.১৫- ৫.৩০ |
পথ পরিক্রমণ ( অডিও-ভিজুয়াল) |
|
: QDB প্রকল্প, A2I ও উদ্ভাবক |
৫.৩০-৬.০০ |
মিথস্ক্রিয়া |
|
: মুহম্মদ জাফর ইকবাল এবং উদ্ভাবক |
৬.০০-৬.৩০ |
প্রশ্নোত্তর |
|
: উদ্ভাবক |
৬.৩০-৭.০০ |
পরবর্তী কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা |
|
: অডিয়েন্স |
৭.০০ |
আপ্যায়ন ও ধন্যবাদ পর্ব |
|
উদ্দীপক সৃজন প্রতিযোগিতা-০১
উদ্দীপক সৃজন প্রতিযোগিতা-০১
সৃজনশীল প্রশ্নঃ উদ্দীপক সৃজন প্রতিযোগিতা
সৃজনশীল প্রশ্নকরণ উৎসবঃ প্রতিযোগিতার ফলাফল
সৃজনশীল প্রশ্নকরণ উৎসব
সৃজনশীল প্রশ্নকরণ উৎসব
বিদ্যালয় ভিত্তিক কর্মশালা ০১
অভিনন্দন
“শিখন দক্ষতা চর্চায় তথ্য প্রযুক্তি”
Workshop on Question Database with shikhon.org
সৃজনশীল প্রশ্ন ডাটাবেজ সমৃদ্ধকরণ
সৃজনশীল প্রশ্ন ডাটাবেজ সমৃদ্ধকরণ
Workshop on QDB Primary Moderation
Workshop on Content Analysis for Knowledge Identification