সৃজনশীল প্রশ্নকরণ প্রতিযোগিতার সাফল্যের ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে উদ্দীপক সৃজন প্রতিযোগিতা। উল্লিখিত বিষয়ে SD ধাপে উন্নীত যে কোন সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
সময়কালঃ ২৫ জানুয়ারী-৩১ জানুয়ারী, ২০১৮
বিষয়ঃ পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান
বিস্তারিত নিয়মাবলী:
১) পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয়ে SD ধাপে উন্নীত সদস্যগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
২) SD ধাপে উন্নীত প্রতিযোগীদের ড্যাসবোর্ডে Join বাটনটি অ্যাক্টিভেট হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য Join বাটনটি ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) প্রত্যেক প্রতিযোগী একবারে একসেট (একটি প্রয়োগ ও একটি উচ্চতর দক্ষতা) প্রশ্ন পাবেন। একই সাথে প্রশ্নের সাথে আগে তৈরী করা উদ্দীপক পাবেন। প্রতিযোগী প্রাপ্ত উদ্দীপক এর ভিত্তিতে অথবা নতুন করে উদ্দীপক তৈরী করবেন । প্রতিটি সেট এর জন্য চার ধরণের উদ্দীপক তৈরী করার ব্যবস্থা প্রতিযোগিতার অন্তর্ভুক্ত। যেমন ক) বর্ণনামূলক , খ) টেবিল বা সারণী , গ) ছবি বা চার্ট এবং ঘ) ফ্লো-চার্ট। সকল ধরণের উদ্দীপকেই প্রদত্ত্ব সেট এর দু'টি প্রশ্নের জন্যই ন্যূনতম তথ্য থাকতে হবে।
উদ্দীপক তৈরী করার সময় নিম্নলিখিত শর্ত গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে;
· শুদ্ধ ভাষা (বানান, শব্দ, ব্যকরণ)
· প্রশ্নের সাথে উপযুক্ত সম্পর্ক ( নূন্যতম তথ্য কিন্তু সরাসরি কোন প্রশ্নের উত্তর নয়)
· জাতি, ধর্ম, বর্ণ, জেন্ডার এবং সামাজিক অবস্থান ভিত্তিক বৈষম্য সৃষ্টিকারী উপাদান থাকবে না
· অন্য কোন উৎস থেকে সরাসরি নকল করা নয়
· উদাহরণ, ছবি, উপাত্ত ইত্যাদি বাংলাদেশের প্রেক্ষাপট ভিত্তিক (প্রযোজ্য ক্ষেত্রে)
৪) প্রতিযোগীদের প্রতিটি সেট এর জন্য কমপক্ষে তিন ধরণের উদ্দীপক গঠন করতে হবে।
৫) প্রতি উদ্দীপকের জন্য ৪ পয়েন্ট প্রাপ্য হবে। এক সেট প্রশ্নের জন্য সর্বোচ্চ ১৬ পয়েন্ট অর্জন করা যাবে।
৬) প্রতিটি উদ্দীপক রিভিউ করা হবে। রিভিউয়ারগণ উল্লিখিত শর্তের ভিত্তিতে উদ্দীপকের মান নির্ধারণ করে পয়েন্ট কর্তন এর সুপারিশ করবেন। সুপারিশের ভিত্তিতে কর্তিত পয়েন্ট বাদে অর্জিত পয়েন্ট সম্মাননা এর জন্য বিবেচিত হবে। নিচের টেবিল প্রযোজ্য ;
ক্রমিক নং |
অর্জিত পয়েন্ট রেঞ্জ |
সম্মাননা |
১ |
২০১-২৫০ |
অংশগ্রহণ সার্টিফিকেট |
২ |
২৫১-৩০০ |
২৫০০/= + অংশগ্রহণ সার্টিফিকেট |
৩ |
৩০১-৩৫০ |
৩০০০/= + অংশগ্রহণ সার্টিফিকেট |
৪ |
৩৫১-৪০০ |
৩৫০০/= + অংশগ্রহণ সার্টিফিকেট |
৫ |
৪০১-৪৫০ |
৪০০০/= + অংশগ্রহণ সার্টিফিকেট |
৬ |
৪৫১-৫০০ |
৪৫০০/= + অংশগ্রহণ সার্টিফিকেট |
৭ |
৫০১-৫৫০ |
৫০০০/= + অংশগ্রহণ সার্টিফিকেট |
৮ |
৫৫১-৬০০ |
৫৫০০/= + অংশগ্রহণ সার্টিফিকেট |
সম্মাননাঃ
· কমপক্ষে ২০১ পয়েন্ট অর্জন করেছেন এমন সবার জন্য অবদানের জন্য অংশগ্রহন সনদ ইমেইলের মাধ্যমে পাঠানো হবে।
· ২৫১ বা এর বেশী পয়েন্ট অর্জনকারী সকল অংশগ্রহনকারীকে সম্মাননা দেওয়া হবে। shikhon.org সাইটের সহযোগী পাতায় সম্মাননা প্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ও পরিচিতি প্রকাশ করা হবে।
সম্মাননা সম্মানী অর্জনকারীদের প্রাপ্যতা বিল স্ব স্ব ইমেইলে প্রেরণ করা হবে এবং প্রাপ্য সম্মানী বিকাশ/রকেট সার্ভিস এর মাধ্যমে পাঠানো করা হবে।
যোগাযোগঃ
01957091663, 01741491952, 01778915691, 01778915791
বি.দ্র.- ফিডব্যাক ও সার্ভিস উন্নয়নের স্বার্থে কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে।
ইমেইলঃ qdb@shikhon.org ওয়েবসাইটঃ shikhon.org |
ফেসবুক পেইজঃ facebook.com/shikhon.org ইউটিউবঃ youtube.com/shikhon |
উদ্দীপক সৃজন প্রতিযোগিতা-০১
উদ্দীপক সৃজন প্রতিযোগিতা-০১
সৃজনশীল প্রশ্নঃ উদ্দীপক সৃজন প্রতিযোগিতা
সৃজনশীল প্রশ্নকরণ উৎসবঃ প্রতিযোগিতার ফলাফল
সৃজনশীল প্রশ্নকরণ উৎসব
সৃজনশীল প্রশ্নকরণ উৎসব
বিদ্যালয় ভিত্তিক কর্মশালা ০১
অভিনন্দন
“শিখন দক্ষতা চর্চায় তথ্য প্রযুক্তি”
Workshop on Question Database with shikhon.org
সৃজনশীল প্রশ্ন ডাটাবেজ সমৃদ্ধকরণ
সৃজনশীল প্রশ্ন ডাটাবেজ সমৃদ্ধকরণ
Workshop on QDB Primary Moderation
Workshop on Content Analysis for Knowledge Identification